NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
আগামী বছরেই আগরতলা হয়ে ট্রেন যাবে বাংলাদেশে, জানালেন রেল প্রতিমন্ত্রী
ওয়েটুবরাক, ২৩ এপ্রিলঃ আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে। নির্মীয়মান আন্তর্জাতিক রেলপথের ভারতীয় অংশ পরিদর্শন করে এই কথা জানান কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে। তিনি বলেন, ২০২৩ সালে এই রুটে ট্রেন পরিষেবা চালু করা যাবে। তখন ত্রিপুরা রাজ্যের মানুষ দারুণ ভাবে উপকৃত হবেন। এখন আগরতলা থেকে গুয়াহাটি হয়ে কলকাতা যেতে সময় লাগে প্রায় ৩৮ ঘন্টা। আগরতলা-আখাউড়া রেললাইন চালু হলে ঢাকা হয়ে মাত্র ১৬ ঘন্টায় কলকাতা পৌঁছানো যাবে।
তিনি রেললাইন পরিদর্শনের পাশাপাশি ভারতীয় অংশের সর্বশেষ রেলস্টেশন নিশ্চিন্তপুরও পরিদর্শন করেন। সেখানেই সীমান্ত পেরনো যাত্রীদের নথি পরীক্ষা হবে৷ তাই স্টেশনটিকে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে এই স্টেশন থেকে বাংলাদেশের বিকল্প রাস্তায় রেল সংযোগ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তের সাব্রুম রেলওয়ে স্টেশনটিকেও মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব হিসেবে তৈরি করা হচ্ছে। ট্রেন পরিষেবার পাশাপাশি নৌ এবং সড়কপথে ওই স্টেশন থেকে বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে।