Barak UpdatesHappeningsBreaking News

আগামী ছয়মাসে কাছাড়ের সব হিন্দুগ্রামে সমিতি গড়বে ভিএইচপি

ওয়েটুবরাক, ৩১শে জানুয়ারিঃ  মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলার উদ্যোগে দর্মী পঞ্চায়েত কার্যালয়ে জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন এবং আচার পদ্ধতির মাধ্যমে সভার কাজ আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়।উক্ত জেলা বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, সেবা প্রমুখ গোপাল ভট্টাচার্য, ধর্ম প্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামী, শিলচর বিভাগ সংগঠন সম্পাদক রথীশ দাস, বিভাগ বজরং দল সংযোজক অমলেন্দু দাস, জেলা সম্পাদক বিপ্লব রায় সহ বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ ও জেলার বজরং দল, মাতৃশক্তি এবং দুর্গাবাহিনীর সংযোজক এবং সংযোজিকা উপস্থিত ছিলেন। বিভিন্ন বক্তা সাংগঠনিক বিষয়ের উপর নিজ নিজ বক্তব্য তুলে ধরেন । প্রান্ত সেবা প্রমুখ তথা দক্ষিণ কাছাড় জেলার পালক গোপাল ভট্টাচার্য বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।
প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য ইন্দোরস্থিত কেন্দ্রীয় বৈঠকের বিষয়বস্তু সংক্ষেপে তুলে বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী ২০২৪ ইংরেজিতে পরিষদের ষাট বৎসর পূর্ণ হবে। ওই ষষ্ঠী পূর্তি উপলক্ষে প্রত্যেক হিন্দু গ্রামে সমিতি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এরই অঙ্গ হিসাবে দক্ষিণ কাছাড় জেলায় মোট ৪৭ টি খণ্ডের মধ্যে ২৪ টি খণ্ডে পরিষদের সমিতি আছে এবং অবশিষ্ট ২৩টি খণ্ডে চলিত বৎসরের জুলাই মাসের মধ্যে সমিতি তৈরি করার জন্য একটি উপ-সমিতি গঠন করা হয় । উক্ত উপ-সমিতি নির্ধারিত সময়ের মধ্যে খণ্ড সমিতি গুলো গঠন করবে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী প্রান্ত সম্পাদক উপস্থিত কার্যকর্তাবৃন্দকে নিজ নিজ এলাকায় জেলার ও খণ্ডের প্রত্যেক পদাধিকারীবৃন্দকে হিন্দু অধ্যুষিত গ্রামে পরিষদের কমিটি গঠন করার জন্য আহ্বান জানান।
বৈঠকে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ের অনুষ্ঠিতব্য মেলাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি সমিতি গঠন করা হয় ।ওই সমিতি জেলা প্রশাসনকে সর্বতো ভাবে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতা করবে। উক্ত মেলায় অংশগ্রহণকারী পুণ্যার্থীগণকে সেবা প্রদান করার জন্য পরিষদের নেতৃত্বে পরিচালন সমিতি গঠন করা হয় । আগামী ৪ ফেব্রুয়ারি বিকাল ২ ঘটিকায় নরসিংপুরে পরিষদের কার্যকর্তা গোপাল রায়ের বাসভবনে এক সভা অনুষ্ঠিত হইবে । ওই বৈঠকেই প্রশাসনকে সহযোগিতা করা সহ বিভিন্ন সেবামূলক কাজ করার চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।

Rananuj


এছাড়াও আগামী ২২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত রামনবমী উৎসব জেলার অন্তর্গত প্রত্যেক প্রখণ্ড এবং খণ্ডস্তরে অনুষ্ঠিত হবে বলেও প্রস্তাব গৃহীত হয়।
সভায় প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য ধর্ম রক্ষা নিধি সংগ্রহের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রত্যেক কার্যকর্তা নিজ নিজ আর্থিক ক্ষমতা অনুযায়ী ধর্ম রক্ষা নিধি রশিদের মাধ্যমে প্রদান এবং অনুরূপভাবে হিন্দুহিতৈষীদের নিকট থেকে নিধি সংগ্রহ করে জেলার ধর্ম প্রসার প্রমুখ গোপাল রায়ের নিকট আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
দক্ষিণ কাছাড় জেলার বৈঠক আগামী ৫ মার্চ ২০২৩ ইং তারিখে পানিভরায় সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে বলে সবাই সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker