NE UpdatesHappeningsBreaking News
আগরতলাগামী জাতীয় সড়কে ধস, ব্যাহত চলাচল
আগরতলা, ১৬ জুন : ১৫ জুন ভোর থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকায় জাতীয় সড়কের ৩৫ মাইলে ধস পড়ার খবর পাওয়া গেছে। এই ভূমিধসের ফলে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। কিছুক্ষণের জন্য সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ দিকে, দীর্ঘক্ষণ এভাবে ধস পড়ে থাকলেও পূর্ত বিভাগ এবং জাতীয় সড়ক বিভাগের কর্মী ও আধিকারিকদের অনুপস্থিতির কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিলম্বে সেখানে আটকে পড়া যাত্রীদের আরও হতাশ করে।
মুঙ্গিয়াকামি থানা ও বন বিভাগের কর্মীরা শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছন। ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য শীঘ্রই একটি বুলডোজার মোতায়েন করা হয় এবং দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করা হয়। ৩৫ মাইল-এ ভূমিধস ছাড়াও জাতীয় সড়কের ৪৪ মাইল-এ আরেকটি ভূমিধস পড়ার ঘটনা ঘটে। এর ফলে যাত্রী দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে এবং ব্যাপক যানজটের সৃষ্টি করে।