SportsBreaking News
আইপিএল জিততে মুম্বইকে ১৫৭ রানের টার্গেট দিল দিল্লি
১০ নভেম্বরঃ ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলল দিল্লি। তবে শুরুতে বল হাতে ট্রেন্ট বোল্টের দাপটে কোণঠাসা হয়ে পড়ে দিল্লি। প্রথম বলেই স্টোইনিসকে ডাগআউটে ফেরত্ পাঠান কিউই পেসার। আইপিএলের ফাইনালে যা প্রথমবার হল। রাহানেকে ফেরান বোল্টই। ফর্মে থাকা শিখর ধাওয়ান ১৩ বলে ১৫ রান করে জয়ন্ত যাদবের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর দিল্লির রানকে টেনে তুলতে থাকেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। চতুর্থ উইকেটে ৯৬ রান যোগ করেন তাঁরা। ৩৮ বলে ৫৬ রান করেন পন্থ। এবারের আইপিএলের প্রথম হাফ সেঞ্চুরি করলেন ফাইনালে। হেটমায়ার করলেন মাত্র ৫ রান। অক্ষর প্যাটেল ৯ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে দিল্লি। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন বোল্ট। ২টি উইকেট নেন কুল্টার নাইল।