India & World UpdatesHappeningsBreaking News
আইনজীবীদের চিঠি : কংগ্রেসকে তোপ দাগলেন মোদি
ওয়েটুবরাক, ২৮ মার্চ : প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখলেন ৬০০ আইনজীবী। প্রবীণ আইনজীবী হরিশ সালভে, পিঙ্কি আনন্দ সহ মোট ৬০০ জনের ওই চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক কাঠামো এবং বিচার প্রক্রিয়ার উপর মানুষের যে আস্থা রয়েছে তা ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী প্রচার চালাচ্ছে যে, বিচার বিভাগের সোনালি অধ্যয় শেষ হয়েছে৷ বর্তমানে তা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এদের উদ্দেশ্য হল, আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করা। ওই গোষ্ঠী নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী বিচার বিভাগের সিদ্ধান্তগুলোর নিন্দা কিংবা প্রশংসা করছে।
তার প্রেক্ষিতেই কংগ্রেসকে তোপ দাগলেন মোদি। এক্স হ্যান্ডেলে ওই চিঠি পোস্ট করে লেখেন, “ভয় দেখিয়ে অন্যদের হেনস্তা করা আসলে কংগ্রেসের সংস্কৃতি। ওরা নির্লজ্জের মতো কেবল নিজেদের স্বার্থসিদ্ধি করতে সকলের আনুগত্য চায়। কিন্তু দেশের প্রতি আনুগত্য থেকে শতহস্ত দূরে থাকে। এই জন্যই দেশের ১৪০ কোটি মানুষ ওদের বাতিল করে দিয়েছেন।” তবে আইনজীবীদের চিঠির জবাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি প্রধান বিচারপতি।