NE UpdatesAnalyticsBreaking News
অসমে মাধবদেব তিথির বন্ধ একদিন পিছিয়ে গেল
গুয়াহাটি, ২২ আগস্ট : মহাপুরুষ শ্রীমন্ত মাধবদেব তিথির সরকারি বন্ধ একদিন পিছিয়ে গেল। এ বার এই বন্ধ ২৩ আগস্টের পরিবর্তে ২৪ আগস্ট হবে। মাধবদেব তিথি ২৩ আগস্ট বিকেলে হওয়ার জন্য পূর্বঘোষিত ২৩ আগস্টের বন্ধ একদিন পিছিয়ে ২৪ আগস্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়াও বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের বাকি থাকা ৫২৪২ জন জীবিকা সখিকে স্কুটি দেওয়া হবে। অরুণোদয়ে ১২ লক্ষ ৬০ হাজার নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত করা হবে। প্রতিটি কেন্দ্রে ১০ হাজার করে নতুন হিতাধিকারী দেওয়া হবে। বিশিষ্ট নৃত্যপটিয়সী সোনাল মানসিংকে ২০২৩ সালের শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার তুলে দেওয়া হবে। সেসঙ্গে মিশন বসুন্ধরাতে মাটির প্রিমিয়াম বেশি হওয়ার জন্য অনেকে তা দিতে পারেননি। সে কথা মাথায় রেখে গরিব ও নিম্নবিত্তদের জন্য কম প্রিমিয়াম ধার্য করা হয়েছে। এজন্য মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।