NE UpdatesAnalyticsBreaking News
অসমের ৪টি জেলা বিলুপ্ত হচ্ছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত জানালেন হিমন্ত
গুয়াহাটি, ৩১ ডিসেম্বর ঃ অসমের চারটি জেলাকে বিলুপ্ত করে দেওয়া হবে। এই চারটি জেলা হচ্ছে বিশ্বনাথ, বজালি, তামুলপুর ও হোজাই। শনিবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বনাথ জেলাকে পুনরায় শোণিতপুর জেলার অন্তর্ভুক্ত করা হবে। বজালি জেলা অন্তর্ভুক্ত হবে বরপেটার। হোজাই জেলাকে নগাঁওয়ের সঙ্গে একত্রিত করা হবে। একইভাবে তামুলপুর জেলাকে পুনরায় বাক্সা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জেলাগুলো নতুন করে গঠন করা হয়েছিল। এগুলোকে মহকুমায় অবনমন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই চারটি জেলা বিলুপ্ত হলে রাজ্যে মোট জেলার সংখ্যা নেমে ৩১ হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন ডিলিমিটেশন প্রক্রিয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অন্য বিষয় রয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যে কোনও নতুন প্রশাসনিক ইউনিট গঠনে নিষেধাজ্ঞা জারি করেছে। তাঁর কথায়, এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে চোখ রেখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ১৪টি জেলার মানচিত্র পরিবর্তন হবে। অদলবদল হবে ১৪টি জেলার গ্রামও। তিনি বলেন, জেলাশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, এই সিদ্ধান্ত ব্যক্তিগত বা দলীয় লাভের জন্য নেওয়া হয়নি। অসমের জাতীয় জীবনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উত্তর গুয়াহাটির টাউন কমিটির পরিবর্তন হবে। উত্তর গুয়াহাটি এখন কামরূপের সঙ্গে সংযুক্ত হবে। তবে এই সিদ্ধান্ত সাময়িক বলে উল্লেখ করেন তিনি।