NE UpdatesHappeningsBreaking News

অসমের বাংলাভাষী অঞ্চলে ঘাঁটি গাড়তে চাইছে আলকায়দা, সতর্ক করলেন ডিজিপি

ওয়েটুবরাক, ২৮ জুলাই : আসামে ঢোকো, জওয়াহিরির এই ভিডিয়োবার্তা উদ্বেগে রেখেছে আসাম পুলিশকে৷ আলকায়দা (ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল) এখন আসামে ঘাঁটি গাড়তে চাইছে৷ এর চেয়ে বড় চিন্তার কথা, এরা তাদের ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণ বাংলাতেও প্রকাশ করেছে৷ রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত বৃহস্পতিবার শিলচরে বলেন, “এর মানে আলকায়দা বাংলাদেশ ও আসামের বাংলাভাষী অঞ্চলে নিজেদের সংগঠন সম্প্রসারণ করতে চাইছে৷ এখানকার ছেলেমেয়েদের তাদের প্রতি আকৃষ্ট করতে চাইছে৷ তবে এরা এখানে জঙ্গি কার্যকলাপ বা নাশকতার পরিকল্পনা করছে না৷ এখন তাদের লক্ষ্য, মৌলবাদ ছড়িয়ে দেওয়া৷

পুলিশের কাছে অবশ্য সুখের কথা, এর আগে যারা জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধরা পড়েছিল, এরা সবাই এই সময়ে পুলিশের সঙ্গে কাজ করছে৷ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে গিয়ে কোরাণের মর্মার্থ ব্যাখ্যা করছে, দেশপ্রেমের প্রচার করছে৷

ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশে ডিজিপি মহন্তের আহ্বান, ওয়াজে মোল্লা-মৌলভীদের ডাকার আগে তাদের সম্পর্কে জেনেবুঝে যেন ডাকা হয়৷ কেউ যাতে ওয়াজের সুযোগে ভারতবিরোধী কথা না বলেন, জেহাদের কথা না শোনান৷ কেউ কেউ যে এমনটাই করেন, সে কথা শুনিয়ে মহন্ত বলেন, পুলিশ এ ব্যাপারে সতর্ক রয়েছে৷ তিনি জানান, বৃহস্পতিবার আসামে বাংলা গোষ্ঠীর ছয়জনকে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার ধরা পড়েছিল দুইজন৷

ডিজিপি মহন্ত এ দিন শিলচর সদর থানার নতুন দালানবাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ বন্যার সময় প্রাণ বাজি রেখে কাজ করা ৩৪ জনকে ডিজিপি-র শংসাপত্র প্রদান করা হয়৷ তাঁর সঙ্গে ছিলেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া ও পুলিশ সুপার রমনদীপ কৌর৷

তিনি এ দিন সকালে মিজোরাম সীমান্তও পরিদর্শন করেন‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker