NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
অসমের কাগজ কল দুটির কথার উল্লেখ নেই বাজেটে, হতাশ সঞ্জীব
ওয়েটুবরাক, ৩ ফেব্রুয়ারি :নির্মলা সীতারমণের বাজেট প্রস্তাবে হতাশা ব্যক্ত করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সঞ্জীব রায়৷ তাঁর কথায়, আবারও বাজেটে বঞ্চিত হল অসমের দুটি পেপার মিল। মিলদুটির পুনরুজ্জীবনের অপেক্ষায় থেকে গত ছয় বছরে ৯৯ জন কর্মচারী মারা গেছেন৷ তাঁদের মধ্যে তিনজন হতাশায় আত্মহত্যাও করেছেন। বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ রাজদীপ রায় এবং কৃপানাথ মালা শুধুই প্রতিশ্রুতি দিয়েছেন৷ সম্প্রতি অসম সরকার মিলের কর্মীদের জন্য একটি ‘ত্রাণ প্যাকেজ’ নিয়ে এগিয়ে এসেছিল, কিন্তু তাও কাগজে কলমে সীমিত রয়েছে৷
সঞ্জীব বলেন, এ বারের প্রস্তাবিত বাজেটে আবারও অসমের জনগণ দুটি মিলের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবের অপেক্ষায় ছিলেন৷ কারণ এর সঙ্গে প্রায় চার লক্ষ পরিবারের জীবন-জীবিকা জড়িত কিন্তু আবারও বিশ্বাসঘাতকতা অব্যাহত রইল। কেন্দ্রীয় এবং অসম সরকার উভয়ই কর্মচারীদের ও তাদের পরিবারের জীবন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে। মিল দুটি অসমের সম্পদ এবং কেন্দ্রীয় সরকার যদি উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্য প্রদেশে বিভিন্ন মৃত মিলের পুনরুজ্জীবনের জন্য হাজার হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ করতে পারে, তাহলে অসমের এই দুই মিলের জন্য নয় কেন, প্রশ্ন কংগ্রেস নেতার? তিনি বলেন, অর্থমন্ত্রী আফগানিস্তানের জন্য বাজেটে দুইশ কোটি টাকা মঞ্জুর করতে পারেন, কিন্তু পাচগ্রাম ও জাগিরোডের দুটি মিল ও তাদের কর্মচারীদের জন্য এক পয়সাও দিতে পারেন না, এটাই বিড়ম্বনা।