NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
অষ্টম শ্রেণির মার্কশিট ছাড়া সেচ বিভাগে নিযুক্তির আবেদনের সুযোগ নেই!
২৪ ফেব্রুয়ারি: আসাম সরকারের সেচ বিভাগে বেশ কিছু পিয়ন, চৌকিদার, খালাশি নিয়োগ করা হবে৷ সে জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে৷ ওইসব পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে| বলা হয়েছে, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চাই৷ সেজন্য অষ্টম শ্রেণি পাশের মার্কশিট, সার্টিফিকেট চাওয়া হয়েছে৷ কিন্তু এ সব আর কোথায় পান আগ্রহী প্রার্থীরা৷ এখন পড়েছেন বিপাকে৷
অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে৷ আর অনলাইনে অষ্টম শ্রেণির মার্কশিটের কপি না দিলে পরবর্তী অংশে এগোনোই যাচ্ছে না৷ কারণ অধিকাংশ প্রার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক৷ স্নাতক আবেদনকারীও রয়েছেন অনেকে৷ তাঁদের অধিকাংশের কাছে অষ্টম শ্রেণির মার্কশিট নেই৷
এ নিয়ে বুধবার কাছাড়ের জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ৷ তিনি এ ব্যাপারে জেলাশাসককে অনুরোধ জানান, তিনি যেন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে নেন৷