Barak UpdatesHappeningsBreaking News
অশীতিপর ও প্রতিবন্ধীদের বাড়িতে ভ্যাকসিন পাঠানোর দাবি জানাল রূপম
ওয়েটুবরাক, ২৪ মেঃ অশীতিপর, প্রতিবন্ধী এবং নানা কারণে শয্যাশায়ীরা করোনার প্রতিষেধক নিয়ে বড় দুশ্চিন্তায়। তাঁদের সংক্রমণের ক্ষেত্রে অতি স্পর্শকাতর বলা হলেও প্রতিষেধক গ্রহণের কোনও উপায় নেই। যেখানেই যাদের করোনা টিকা কেন্দ্রে করা হয়েছে, সেখানে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নিতে হয়। ওই তিন শ্রেণির নাগরিকের অধিকাংশের পক্ষে তা সম্ভব নয়। তাই রূপম সংস্থা পক্ষ থেকে আজ সোমবার জেলাশাসক কীর্তি জল্লির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাঁদের দাবি, তিন শ্রেণির সকলের বাড়িতে প্রতিষেধক পাঠানো হোক।
এ যে অসম্ভব নয়, ভোটের সময় তা প্রমাণ করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে জেলা প্রশাসন তাঁদের বাড়ি বাড়ি টিম পাঠিয়ে ভোট সংগ্রহ করেছে। ফলে একই প্রক্রিয়ায় তাঁদের কাছে ভ্যাকসিন পাঠানো যেতে পারে। রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল জেলাশাসককে বলেন, তাঁরা সংখ্যায় খুব বেশি নন। ওয়ার্ডপ্রতি ১৪-১৫ জন। জেলাশাসক জল্লি সব কথা শুনে জানান, এখন জেলায় টিকা নেই। টিকা এলেই তিনি তাঁদের টিকাকরণের ব্যবস্থা করবেন।