Barak UpdatesHappeningsBreaking News
অলটারনেটিভ মেডিসিনে এমবিবিএস ডিগ্রিধারীদের অ্যালোপ্যাথি চিকিৎসা না করতে নির্দেশ
ওয়েটুবরাক, ৬ জুলাই : করিমগঞ্জ জেলায় অলটারনেটিভ মেডিসিনে এমবিবিএস ডিগ্রিধারী সহ হাতুড়েদের সংখ্যা ব্যাপক বেড়ে গিয়েছে৷ গ্রাম থেকে শহর, সর্বত্র তাঁরা অবাধে চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন৷ নিজের নামের আগে ডা. লিখে সহজে মানুষের বিশ্বাস অর্জন করে নেন৷ অনেকে নিজের চেম্বারের পাশে ফার্মেসি খুলে অ্যালোপ্যাথি ওষুধেরও ব্যবসা করছেন৷ তাঁদের সতর্ক করে দিয়েছেন করিমগঞ্জের জেলাশাসক৷
অলটারনেটিভ মেডিসিনে এমবিবিএস ডিগ্রিধারীদের অ্যালোপ্যাথি চিকিৎসা না করতে নির্দেশ জারি করেছেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব৷ কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁদের অ্যালোপ্যাথিক ওষুধ লেখার কোনও অধিকার নেই৷ এমনকী ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুসারে অসমে তাঁরা কোনও ফার্মেসি, ক্লিনিক, ডায়গনোস্টিক সেন্টার বা নার্সিং হোমে বসতেও পারেন না৷ তাই তিনি করিমগঞ্জ জেলার সমস্ত ফার্মেসি, ক্লিনিক, ডায়গনোস্টিক সেন্টার এবং নার্সিং হোমেগুলিকে তাদের দিয়ে চিকিৎসা না করাতে নির্দেশ দিয়েছেন৷ এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠন করা হয়েছে অ্যান্টি কোয়াকারি ইউনিট৷ জেলাশাসক যাদব জানিয়ে দিয়েছেন, ধরা পড়লে শুধু বেআইনি চিকিৎসকেরই শাস্তি হবে না, আইন অনুযায়ী যেখানে তাদের দিয়ে চিকিৎসা করানো হবে, তাদের রেজিস্ট্রেশনও চিরতরে বাতিল করা হবে৷ হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা৷
অলটারনেটিভ মেডিসিনে এমবিবিএস-রা যে অ্যালোপ্যাথি চিকিৎসা করার জন্য বৈধ নন, জনগণকেও সে ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান৷ এই ধরনের অবৈধ কার্যকলাপ দেখলে অ্যান্টি কোয়াকারি ইউনিটকে জানাতে বলেছেন তিনি৷