NE UpdatesHappeningsBreaking News
অর্থনৈতিক পরামর্শদাতা কমিটির প্রতিবেদন দাখিল মুখ্যমন্ত্রীকে
১ জুন : রাজ্যের অর্থনৈতিক পরামর্শদাতা কমিটি সোমবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাতে প্রতিবেদন জমা দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের সময়ে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য অবসরপ্রাপ্ত আইএস আধিকারিক সুভাষ দাসের নেতৃত্বে গঠিত কমিটিকে অর্থনৈতিক পরামর্শদাতা কমিটিকে প্রতিবেদন প্রস্তুত করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছিল। গত এপ্রিল মাসে গঠন হওয়া ৮ জনের এই কমিটি ব্রহ্মপুত্র অতিথিশালায় অনুষ্ঠিত বৈঠকে প্রথম প্রতিবেদনটি দাখিল করেছিল।
এ দিন বৈঠকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পাশাপাশি অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, পরিবহণ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, কৃষিমন্ত্রী অতুল বরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগে তিনি রাজ্যের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে এক আলোচনায় মিলিত হয়েছিলেন। তাদের পরামর্শ অনুসারেই এই উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি ২০ দিলের মধ্যে প্রতিবেদন দাখিল করার লক্ষ্য গ্রহণ করেছিল। সে অনুযায়ী এ দিন কমিটি প্রতিবেদন পেশ করে বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, এই প্রতিবেদন অনুযায়ী কাজ করার জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে। তাছাড়া নতুন এই কমিটিতে দুই মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ও অতুল বরাও রয়েছেন বলে মুখ্যমন্ত্রী এ দিন উল্লেখ করেন।