Barak UpdatesHappeningsBreaking News
অরুণাচল প্রদেশে কপ্টার দুর্ঘটনায় নিহত রাতাবাড়ির বীরেশ সিনহা, এলাকা জুড়ে শোক
ওয়েটুবরাক, ২২ অক্টোবর : অরুণাচল প্রদেশে কপ্টার দুর্ঘটনায় জওয়ানের মৃত্যুতে দীপাবলির প্রাকমুহূর্তে করিমগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত পাঁচ জওয়ানের মধ্যে রয়েছেন রাতাবাড়ির আউলালার যুবক বীরেশ সিনহা। পনেরো বছর ধরে তিনি সেনা জওয়ান হিসেবে দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন । শনিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ পরিবারের কাছে পৌঁছয়। বছর ৪২-র বীরেশের স্ত্রী-সন্তানরা গুয়াহাটিতে রয়েছেন। রবিবার তাঁর মৃতদেহ করিমগঞ্জের গ্রামে পৌঁছবে। বীরেশ সিনহার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিধায়ক বিজয় মালাকার।
অরুণাচল প্রদেশের আপার সিয়াঙে শুক্রবার কপ্টারটির পাইলট সহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়। এইচএভি (ওপিআর) বীরেশ সিনহা ছাড়া বাকিরা হলেন মেজর বিকাশ ভাম্বু, মেজর মুস্তাফা বহারা, সিএফএন টেকনিশিয়ান অ্যাভিয়েশন (এইএন) অশ্বিন কেভি এবং এনকে (ওপিআর) রোহিতাশ্ব কুমার।
শনিবার তেজপুরে ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৪৩ মিনিটে অরুণাচল প্রদেশের লিকাবালি এলাকার ঘন জঙ্গলে মিগিং পাহাড়ে যান্ত্ৰিক গোলযোগের ফলে ০৪৩এইচ নম্বরের আর্মি অ্যাভিয়েশন অ্যাডভান্স লাইট হেলিকপ্টার (ওয়েপন সিস্টেমস ইন্টিগ্রেটেড) ভেঙে পড়ে৷ সেখান থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
দুর্ঘটনাগ্রস্ত হেলাকপ্টারটি ২০১৫ সালের জুন মাসে পরিষেবায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। দুর্ঘটনার পরই তদন্ত করতে তাৎক্ষণিকভাবে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এ ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। এর আগে গত ৫ অক্টোবর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়েছে। এতে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব নামে একজন পাইলট প্রাণ হারিয়েছেন।