Barak UpdatesHappeningsBreaking News

অরিন্দম এখন ড. গুপ্ত

ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর : পিএইচডি পেলেন সাংবাদিক অরিন্দম গুপ্ত৷ তিনি দীর্ঘদিন ধরে ‘দ্য আসাম ট্রিবিউন’ পত্রিকার শিলচর সংবাদদাতা পদে নিয়োজিত রয়েছেন৷ আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের ছাত্র অরিন্দমের গবেষণার বিষয়, “ভারতে রাজনৈতিক কম্যুনিকেশন ও সামাজিক মাধ্যম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার কম্যুনিকেশনের বিশ্লেষণ”৷ এই বিশেষ কাজে তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ মুর্তজা আলফারীদ হুসেইন৷

Rananuj

অরিন্দমের পিতা প্রয়াত অনিমেষ গুপ্ত ছিলেন টেলিকম কর্মী ৷ মা শিবাণী গুপ্তও বিএসএনএল থেকে অবসর নিয়েছেন৷ পিএইচডি প্রাপ্তির বিজ্ঞপ্তিপ্রকাশের পরই অরিন্দম বলেন, “এটা সম্ভব হয়েছে প্রয়াত পিতা এবং প্রাণপ্রিয় মায়ের আশীর্বাদে৷” তিনি তাঁর তত্ত্বাবধায়ক, শিক্ষক-শিক্ষিকা সহ অফিস কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

অরিন্দম গুপ্ত সাউথ পয়েন্ট স্কুল, রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ এবং গুরুচরণ কলেজের প্রাক্তনী৷ স্নাতকোত্তর পর্বে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগে৷

অরিন্দমের কৃতিত্বে আত্মীয়পরিজন তো বটেই, সমস্ত সংবাদমহল আন্তরিক ভাবে খুশি৷ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, দ্য আসাম ট্রিবিউন এবং বিএসএনএলের অফিসার-কর্মীদের অনেকে তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker