Barak UpdatesAnalyticsBreaking News
অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল-আমন্ত্রণপত্র ঘরে ঘরে বিতরণ শুরু ১ জানুয়ারি
ওয়ে টু বরাক, ৩১ ডিসেম্বর : ২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসংঘ চালক মোহন ভাগবত এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা সন্ত প্রমুখের উপস্থিতিতে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের উদ্বোধন করা হবে। এরই সঙ্গে এ দিন শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম সম্পন্ন হবে। এ উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলা ত্রিপুরা, মিজোরাম এবং ডিমা হাসাও জেলার প্রতিটি ঘরে অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল, আমন্ত্রণপত্র ও অযোধ্যার ভগবান রামচন্দ্রের মন্দিরের ছবি পৌঁছে দেওয়ার জন্য সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তা ১ জানুয়ারি থেকে অভিযান শুরু করবেন। এই অভিযান চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। রবিবার শিলচরে দক্ষিণ পূর্ব প্রান্তের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সভাপতি শান্তনু নায়েক এ নিয়ে বিশদ জানান।
এ দিন বৈঠকে শান্তনু নায়েক বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন এবং উদ্বোধনের মূল সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরাক উপত্যকার প্রতিটি মঠ-মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করতে আহ্বান জানানো হবে। পাশাপাশি পূজার্চনার ব্যবস্থা করতেও অনুরোধ করা হবে। তিনি বলেন, মন্দিরগুলোতে ভগবান শ্রীরামের পুজোই যে করতে হবে তা নয়, যে মন্দিরে যিনি আরাধ্য দেবতা রয়েছেন, তাঁর পুজো করলেই চলবে। বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন, প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল, সৎসঙ্গ প্রমুখ দিলীপ দেব, বিভাগ সংগঠন মন্ত্রী রথিশ দাস, মিঠুন নাথ, হাইলাকান্দি জেলা সংগঠন মন্ত্রী সহ অন্যরা।