Barak UpdatesHappeningsBreaking News
অম্বিকাপট্টির কৃষ্ণা অ্যাপার্টমেন্টেও পজিটিভ হলে বাড়িতে থাকতে আপত্তি নেই
৪ আগস্টঃ করোনা পজিটিভদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যখন অহেতুক ভীতি ছড়ানো হচ্ছে, তখন শিলচরের মানুষ একের পর দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। বিভিন্ন এলাকার জনতা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের এলাকা বা সোসাইটিতে কেউ যদি কোভিডে আক্রান্ত হন, তবে তিনি নিজের বাড়ি বা আবাসনেই থাকতে পারবেন। তাতে তাদের কোনও আপত্তি থাকবে না। সোমবার এক সভায় বসে এই ধরনের সিদ্ধান্ত নেয় অম্বিকাপট্টি কৃষ্ণা অ্যাপার্টমেন্ট হাউসিং সোসাইটিও।
তাঁরা সিদ্ধান্ত নেন, কেউ পজিটিভ হলে নিজের ইউনিটে থাকতে অন্য কারও কোনও আপত্তি থাকবে না। নিভৃতবাসের কয়েকদিন সোসাইটিই তাঁর ইউনিটে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করবে। তাঁদের সিদ্ধান্তের কথা তাঁরা জেলাশাসক এবং স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে লিখিতভাবে জানিয়ে রাখবেন বলে সভায় সকলে অভিমত প্রকাশ করেন।