NE UpdatesHappeningsBreaking News
অমৃতপালের সহযোগীদের সঙ্গে সাক্ষাতে ডিব্রুগড়ে পঞ্জাব থেকে আইনজীবীদের দল
গুয়াহাটি, ১০ এপ্রিল ঃ কারাগারে বন্দি খালিস্তানি নেতা অমৃতপালের সহযোগীদের সঙ্গে সাক্ষাত করতে ডিব্রুগড় এসে পৌছেছে শিরোমণি গুরুদোয়ারা পরিবন্ধক সমিতির আইনজীবীদের একটি দল। এর আগে শিরোমণি সমিতি ঘোষণা করেছিল, অমৃতপাল মামলায় গ্রেফতার হওয়া শিখ যুবকদের হয়ে তাঁরা লড়বেন। ডিব্রুগড় কারাগারে বর্তমানে অমৃতপালের ৮ সহযোগীকে বন্দি করে রাখা হয়েছে।
আইনজীবী ভগবত সিং শিয়ালকার নেতৃত্বে এই দলটি গঠন করা হয়েছিল। তাঁর নেতৃত্বেই দলটি ডিব্রুগড় আসে। শিরোমণি সমিতির সভাপতি আইনজীবী হরজিন্দর সিং ধামী বলেন, পঞ্জাব থেকে গ্রেফতার করা যুবকদের যখন ডিব্রুগড় কারাগারে বন্দি করে রাখা হয়, তখনই এই মামলাটি লড়ার জন্য শিরোমণি সমিতির আইনজীবীদের একটি দলকে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
এ দিকে, শিরোমণি সমিতির অনুরোধে দীপ সিদ্ধুর ভাই মনদীপ সিদ্ধুকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও মনদীপ সিদ্ধু অমৃতপাল সিংয়ের বিরোধিতা করে আসছেন। শিরোমণি সমিতির অনুরোধে তিনি গ্রেফতার হওয়া যুবকদের সঙ্গে সাক্ষাত করার জন্য ডিব্রুগড় কারাগারে এসেছেন। এছাড়া আইনজীবী রোহিত শর্মাও রয়েছেন এই দলটিতে। উল্লেখ্য, অমৃতপালের সহযোগীদের গত ১৮ মার্চ পঞ্জাব পুলিশ শাহকোট থেকে গ্রেফতার করেছিল।