India & World UpdatesHappeningsBreaking News

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব মোদি

ওয়েটুবরাক, ২৮ জুন : অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব হতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর বার্তা, ভারতের সংবিধানেও এই বিধি চালুর অঙ্গীকার রয়েছে। শীর্ষ আদালতও তা লাগু করতে বলেছে।

আগামী বছর  লোকসভা ভোটে৷ এর আগে  প্রধানমন্ত্রীর মুখে অভিন্ন দেওয়ানি বিধির কথার অন্য তাৎপর্য রয়েছে। মঙ্গলবার ভোপালে বুথস্তরের কর্মীদের সঙ্গে এক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকাল অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে বহু মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু এক দেশে কী ভাবে দুটি আইন চলতে পারে? সংবিধান সমানাধিকারের কথা বলে৷ সুপ্রিম কোর্টও অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করার কথা বলেছে। বিরোধীরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিজেপি তোষণের রাজনীতি করে না। এই প্রসঙ্গেই তিন তালাকের কথাও বলেন মোদি। তাঁর মতে, যাঁরা তিন তালাক প্রথার সমর্থনে সওয়াল করেছেন তাঁরা আসলে মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় করছেন। এদিন বিরোধী শিবিরের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে তীক্ষ্ণ অভিযোগ শানান প্রধানমন্ত্রী। বলেন, ‘বিরোধী দলগুলি বিভাজনে বিশ্বাসী, তোষণের রাজনীতি করে বেড়ে উঠতে চায়। আমরা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে নির্দেশিকা দিই না। সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকি।’ তবে বিজেপি যে কিছুতেই ‘তুষ্টিকরণের’ পথে হাঁটবে না, সেটিও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিরোধী দলগুলির উদ্দেশে মোদির বার্তা, ‘যারা বিজেপি বিরোধিতার জন্য একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের উপর রাগ নয়, করুণা হয়। যারা একসময়ে কংগ্রেসের কট্টর সমালোচনা করত, আজ তারাই কংগ্রেসের সামনে মাথা নত করেছে। ওদের ভাবভঙ্গি থেকেই স্পষ্ট যে, ওরা বুঝেছে, চব্বিশের নির্বাচনে বিজেপি জিতবে। এখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ভিত্তিহীন অভিযোগ আনছে ওরা। দুর্নীতি প্রশ্নেও ভোপালের সভা থেকে তৃণমূল-সহ একাধিক বিরোধী দলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তবে সাধারণ নির্বাচনের ঠিক আগের বছর তাঁর মুখে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল আলাদা নজর কেড়েছে। ২০১৯ সালে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরার পর সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়েছিল দ্বিতীয় মোদি সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker