India & World Updates
অভিনন্দনের খবর নিলেন প্রতিরক্ষা মন্ত্রী সীতারমণ
২ মার্চঃ: শুক্রবারই দেশে ফিরে এসেছেন ঘরের ছেলে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ ইতিমধ্যেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়৷ শনিবার মিলিটারি হাসপাতালেই তাঁর সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷
পাকিস্তানে ঠিক কী অবস্থার মধ্যে তাঁকে পড়তে হয়েছিল, এমনসব আলোচনা তাঁদের মধ্যে হয়েছে। পাশাপাশি তাঁর প্রতি পাকিস্তানের ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। সংবাদ সংস্থার সূত্রমতে অভিনন্দন জানিয়েছেন, তাঁর উপর পাকিস্তান কোনও শারীরিক নির্যাতন চালায়নি। কিন্তু চরমভাবে মানসিক নির্যাতন চালানো হয়েছে। পাক সেনা তাঁকে বন্দি করে একটি পৃথক সেলে রেখে দেয়। সেখানেই তাঁর ওপর নিরন্তর মানসিক নির্যাতন চালানো হয়। পাক সেনার প্রশংসা করার জন্য তাঁকে ক্রমাগত চাপ দেওয়া হয়েছে। এর আগে শনিবার সকালে এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়ার সঙ্গে দেখা এবং কথা হয়৷
শুক্রবার বায়ুসেনার বিশেষ বিমান রাত ১১টার সময় তাঁকে নিয়ে দিল্লির পালাম এয়ারপোর্টে নামে। সেখান থেকে সরাসরি অভিনন্দনকে নিয়ে চলে যাওয়া হয় বায়ুসেনার হাসপাতালে। রাতেই অভিনন্দনের বেশ কিছু মেডিক্যাল টেস্ট করানো হয়। হাসপাতালে ছিলেন তাঁর বাবা-মা। সেখান থেকে তাঁকে বায়ুসেনার হোস্টেলে নিয়ে যাওয়া হয়েছে৷
প্রসঙ্গত, পুলওয়ামার ঘটনার প্রতিশোধ নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আকাশে ঢোকে ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান। গুঁড়িয়ে দিয়ে আসা হয় একাধিক জঙ্গি ঘাঁটি। যার পাল্টা হিসাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে একাধিক পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান। আর তাদের তাড়া করতে পাল্টা ছোটে বায়ুসেনার যুদ্ধবিমান। যার মধ্যে অভিনন্দনের দায়িত্বে ছিল মিগ-২১। আর তা নিয়ে এফ-১৬ তাড়া করতে গিয়ে পাকিস্তানের ওপারে চলে যান অভিনন্দন।