Barak UpdatesHappeningsBreaking News
অবৈধ কয়লা বাণিজ্য বন্ধে তিন জেলায় সারপ্রাইজ স্কোয়াড টিম
ওয়েটুবরাক, ১ জুন: বরাক উপত্যকার মধ্য দিয়ে অবৈধ কয়লা বাণিজ্য বন্ধ করতে উপত্যকার তিন জেলা প্রশাসনের উদ্যোগে তিনটি সারপ্রাইজ স্কোয়াড টিম গঠন করা হল। মঙ্গলবার শিলচরের জেলাশাসকের কনফারেন্স হলে উপত্যকার তিন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এই টিম গঠন করা হয়। রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের নির্দেশে গঠিত এই কমিটিতে বন, পরিবহন, সেল ট্যাক্স, কাস্টমস, পুলিশ কর্তারা রয়েছেন৷ আছেন ম্যাজিস্ট্রেটও। এই টিম যে কোনও সময় অবৈধ কয়লা বাণিজ্য ধরতে উপত্যকায় অভিযান চালাবে। পুলিশের দক্ষিণ আসামের ডিআইজি ডি মুখার্জি, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, করিমগঞ্জের জেলাশাসক খগেশ্বর পেগু এবং হাইলাকান্দির এডিসি দীপমালা গোয়ালা এ দিনের সভায় অংশ নেন।
A tri district meeting was held at DC Conference Hall to stop all transportation of unauthorised coal. Honble DIG chaired the meeting with DC, SP of the three districts of Barak Valley in attendance along with forest, tax transport customs officials@CMOfficeAssam @himantabiswa pic.twitter.com/Qgg4JtLu8H
— Deputy Commissioner Cachar (@dccachar) June 1, 2021