ওয়েটুবরাক, ২৮ জুন: বড়খলা রাজনগর মানিকপুরের বাসিন্দা তথা রাজ্যের বনবিভাগের অবসরপ্রাপ্ত বিট অফিসার আবুল হুসেন লস্কর আর নেই। অতি স্বল্প রোগভোগে চিকিৎসারত অবস্থায় বুধবার রাত ৩-৩০ মিনিটের সময়ে শিলচরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন শিক্ষিকা সহধর্মিনী, এক ছেলে, এক মেয়ে ছাড়াও এক ভাই, এক বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন ও পরিচিত গুণমুগ্ধদের।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় এবং পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, আবুল হুসেন লস্কর ১৯৮৫ সালে বনকর্মী হিসেবে কাজিরাঙা জাতীয় উদ্যানে চাকরিতে যোগ দেন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর জাটিঙ্গা বিট অফিসার হিসেবে চাকরিজীবন থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে অত্যন্ত সুনামের সঙ্গে কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান থেকে শুরু করে ব্রহ্মপুত্র তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব সম্পন্ন করেন। অত্যন্ত অমায়িক, সদাহাস্য বন্ধুবৎসল প্রয়াত আবুল হোসেনের পবিত্র জানাজা নামাজ বৃহস্পতিবার বেলা ২ টার সময়ে রাজনগর মানিকপুরের বাড়ি পার্শ্বস্থ স্থানে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে থাকে সমাধিত করা হয়। প্রয়াত অবসরপ্রাপ্ত বিট অফিসার আবুল হুসেন লস্করের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন দক্ষিণ বড়খলা জেলা পরিষদ সদস্য তথা বিশিষ্ট কংগ্রেস নেতা নাহারুল ইসলাম লস্কর, বড়খলার বিশিষ্ট ব্যবসায়ী হেলিম উদ্দিন বড়ভূইয়া, প্রাক্তন উত্তর বড়খলা জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূইয়া, শালচাপড়া ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বড়ভূইয়া, প্রাক্তন রাজনগর জিপি সভাপতি আলি আহমদ বড়ভূইয়া সহ অনেকে।