Barak UpdatesHappeningsBreaking News
অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সংস্থার নতুন কমিটি, ডাঃ নন্দীপুরকায়স্থকে সম্মাননা
ওয়ে টু বরাক, ৩১ ডিসেম্বর : আসাম অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জেলা শাখার দ্বিবার্ষিক সাধারণ সভা রবিবার জি সি কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য অস্থিরোগ বিশেষজ্ঞ ড. সুজিত কুমার নন্দী পুরকায়স্থ। এই অনুষ্ঠানে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। ড. নন্দীপুরকায়স্থ তাঁর ভাষণে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সংগঠনের বিভিন্ন শৈক্ষিক ও সামাজিক কাজকর্মে সহযোগিতার অঙ্গীকার করেন। অবসরপ্রাপ্ত প্রবীণ অধ্যাপক নন্দিতা দত্ত রায় এবং অবসরপ্রাপ্ত প্রবীণ অধ্যাপক ড. চূড়ামনি সিংহকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যদিও শারীরিক অসুস্থতার কারণে দুজনই এই সভায় উপস্থিত ছিলেন না। সিদ্ধান্ত মতে পরবর্তীতে তাঁদের বাড়ি গিয়ে সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক ড. অমলেন্দু চক্রবর্তী বিগত দুই বছরের কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন।সভার কাজ সুচারুভাবে শেষ হওয়ার পর অবসরপ্রাপ্ত প্রবীণ অধ্যাপক ড. সন্তোষ রঞ্জন চক্রবর্তীকে পরবর্তী কার্যকালের জন্য সংস্থার সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. দীপঙ্কর করকে সাধারণ সম্পাদক মনোনীত করে বিভিন্ন পদাধিকারী নিয়ে মোট ২০ জনের কার্যকরী সমিতি গঠিত করা হয়। বিস্তারিত আলোচনাক্রমে সংগঠনের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বিশেষ কিছু সিদ্ধান্তও গৃহীত হয়।