Barak UpdatesHappeningsBreaking News
অপহৃত অটোচালকের সন্ধান নেই, রাস্তায় নামলেন কাটিগড়ার ক্ষুব্ধ জনতা
১৬ নভেম্বরঃ এক সপ্তাহেও খোঁজ নেই অপহৃত অটোচালক আব্দুল বসর চৌধুরীর। পুলিশ অপহরণকারীদের টিঁকির নাগাল না পেলেও এরা নিয়মিত বসরের পিতাকে মুক্তিপণের জন্য চাপ দিচ্ছে। এমনকী, থানায় গিয়ে পুলিশ ধরাধরি করেও লাভ হবে না বলে শাসানি দিচ্ছে। থানার সামনে দাঁড়ানো অবস্থায় রবিবার ফোন করে বলে, থানার সামনে দাঁড়িয়ে না থেকে টাকা নিয়ে আমাদের কাছে আয়। নইলে ছেলেকে মেরে ফেলার ক্রমাগত হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এর পরই ছেলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বাবার মনে। এতদিন ধরে হুমকি দিলেও একদিনও বসরের সঙ্গে কথা বলতে দেয়নি এরা। এক পিতার বুকের আর্তনাদ টের পেয়ে রবিবার নাগরিক সভায় মিলিত হন কাটিগড়ার জনতা। তাতে পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ওঠে। তাঁরা রমিজ উদ্দিন অপহরণ ও হত্যার প্রসঙ্গও টেনে আনেন।
রবিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল থানায় গিয়ে ওসি-র সঙ্গে দেখা করে এ ব্যাপারে কথা বলেন। এর পরই পুলিশ কয়েকজন অভিযুক্তকে থানায় ধরে আনে। কিন্তু মুখ্য অভিযুক্তকে ছেড়ে দেওয়ার খবরে ক্ষুব্ধ জনতা রাত এগারোটা নাগাদ থানা ঘেরাও করেন। পরে ডিএসপি ভার্গব গোস্বামী বিশাল আধা সামরিক বাহিনী নিয়ে লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন।বসরের মামাকেও বেধড়ক মারপিট করে। পরে সেখানে পৌঁছান প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভুইয়া, খলিলউদ্দিন মজুমদার৷ তাঁরা পুলিশি ব্যর্থতা ও লাঠিচালনার প্রতিবাদে সোচ্চার হন৷