Barak UpdatesSports

অনুর্ধ্ব ১৯ ক্রিকেট কোচিং শিলচরে

­খেলোয়াড়রা সকালের দিকে মাঠে তাদের শারীরিক কসরত করেন। আর প্রশিক্ষণ পর্বটা হয় ইন্ডোরে, সারা দিন ধরে। শিলচরের সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে ২৫ জুলাই থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ । এটি আসলে আসাম ক্রিকেট সংস্থার দক্ষিণ অসম জোনের অনুর্ধ ১৯ জোনাল ক্রিকেট কোচিং ক্যাম্প। ৫ দিনের ক্যাম্প চলবে ৩০ জুলাই পর্যন্ত।
প্রথম দিনই যথেষ্ট ভাল সাড়া পাওয়া গেছে । সব মিলিয়ে এসেছেন ৩০ জন। শিলচর ছাড়াও এই জোনে রয়েছে করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমা হাসাও, লক্ষীপুর ও কার্বি আংলং। শিবিরে কোচের দায়িত্বে রয়েছেন শিলচরের নিরঞ্জন দাস। ডিরেক্টর গুয়াহাটির জয়ন্তী চৌধুরী।
শিবির চলাকালীন প্রথম দিনই আসেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি গৌতম রায় । খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি তাদের কঠোর পরিশ্রম করে যাবার পরামর্শ দেন। এরপর তিনি ডিএসএ-র ব্যাডমিন্টন ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে দিল্লিতে র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া সুমিত সিনহার হাতে দু হাজার টাকা তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker