India & World UpdatesHappeningsAnalyticsBreaking News
অনাস্থায় ব্যর্থ বিরোধী, মোদিতেই আস্থা
প্রত্যাশামতই অনাস্থা প্রস্তাবে হেরে গেলেন বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ্প্রতি আস্থা জানাল লোকসভা।১২ ঘণ্টার বেশি সময় এ নিয়ে ঝড়ো বিতর্কের পর মাঝরাতে ভোটাভুটি হয়। তবে সমস্ত হিসেব-নিকাশ দূরে সরিয়ে বিতর্কের চর্চার কেন্দ্রে স্থান করে নিয়েছে একটিই দৃশ্য। প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর আলিঙ্গন। কংগ্রেস সভাপতির চোখ মারা নিয়েও চলছে নানারকম বিশ্লেষণ।
নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে তুলোধোনা করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ এগিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর চেয়ারের দিকে। সবাইকে বিস্মিত করে তিনি মোদির সঙ্গে গলাগলি করেন।রাতে বক্তৃতা করতে উঠে মোদি রাহুল গান্ধীকেই টার্গেট করেন। পরে সমস্ত সাংসদদের প্রতি এই অনাস্থা প্রস্তাব খারিজ করার জন্য অনুরোধ জানান।
আজ বিতর্কের শুরুতে অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করেন তেলুগু দেশম পার্টির জয়দেব গল্ল।শেষে ১২৬-৩২৫ ভোটে তা খারিজ হয়ে যায়।