Barak UpdatesHappeningsCultureBreaking News

অনলাইনে ভাবীকালের নিঃশুল্ক নাট্য প্রশিক্ষণ

ওয়েটুবরাক, ৩০ মে: করোনা আবহে প্রতিটি মানুষ আজ গৃহবন্দি৷ ফলে স্তব্ধ সব রকমের সাংস্কৃতিক চর্চা । কিন্তু সৃষ্টিশীলতাকে কেউ কখনও কোনদিন আটকে রাখতে পারেনি ।  নানা প্রতিকূলতার মধ্যেও সে তার সঠিক রাস্তা বের করে নেয় । এরূপ এক প্রচেষ্টার উদ্যোগ নিল শিলচরের ভাবীকাল। এই উপত্যকার ভাবী প্রজন্মের স্বার্থে ভাবীকাল শুরু করতে যাচ্ছে অনলাইনে নিঃশুল্ক নাট্য প্রশিক্ষণের কর্মশালা ।

অনলাইন ‌নাট্য শিবিরের সঞ্চালক তথা প্রশিক্ষক শান্তনু পাল, আমন্ত্রিত নাট্য প্রশিক্ষক হিসাবে থাকবেন ভারতবর্ষের প্রথিতযশা নাট্য ব্যক্তিত্ব সেলিম আরিফ, আদ্রিজা দাশগুপ্ত, গুলিস্তা আলিজা, সেঁজুতি বাগচী, সঞ্জয় কর, ড দেবাশিস ভট্টাচার্য প্রমুখ । এই নাট্য প্রশিক্ষণের আনুষ্ঠানিক শুভারম্ভ হবে ১ জুন। ধারাবাহিক ভাবে কর্মশালা চলবে প্রতি মঙ্গলবার । ইতিমধ্যে উপত্যকার নব প্রজন্মের বহু ছেলেমেয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন৷ আশা করা যাচ্ছে, এই প্রচেষ্টা এই উপত্যকায় নাট্যচর্চার প্রচার ও প্রসারের ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker