NE UpdatesHappeningsBreaking News
অতিরিক্ত গরম, ২৩ এপ্রিল পর্যন্ত ত্রিপুরায় স্কুল বন্ধ
ওয়েটুবরাক, ১৭ এপ্রিল : গ্রীষ্ম শুরু হতেই ত্রিপুরায় প্রচণ্ড দাবদাহ৷ চল্লিশ ডিগ্রি পেরিয়ে চলছে৷ বাড়িঘরে থেকেও হাঁসফাঁস করছেন সবাই৷ এই অবস্থায় ছাত্রছাত্রীরা স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে, এই আশঙ্কায় আগামী মঙ্গলবার থেকে ত্রিপুরার সমস্ত সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে৷ ২৩ এপ্রিল পর্যন্ত এই ছুটি চলবে বলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানিয়েছেন৷ তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই কিছুদিন ছুটি ঘোষণা করতে অনুরোধ করেছেন৷