Barak UpdatesHappeningsBreaking News

অজিত সিংহ মউ সই করলেন, আর কংগ্রেস করছে প্রতিবাদ, বিস্মিত সুস্মিতা

ওয়েটুবরাক, ২২ মে : তৃণমূল সাংসদ সুস্মিতা দেব আগেই ডলু বাগানে যেতে চেয়েছিলেন৷ কিন্তু জেলাশাসক কীর্তি জল্লি তাঁকে বারণ করেছিলেন৷ সুস্মিতা নিজেই এ কথা জানিয়ে বিরোধীদের গতিরোধের নিন্দা করেন৷ পাশাপাশি কংগ্রেস নেতাদেরও সমালোচনা করতে ছাড়েননি৷ রাজ্যসভার সদস্য সুস্মিতা বলেন, বাগানের চা গাছ তুলে বিমানবন্দর তৈরির জন্য মউয়ে স্বাক্ষর করেছে কংগ্রেসের শাখা সংগঠন আইএনটিইউসি৷ প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ  স্বাক্ষরকারীদের একজন৷ তাঁরা আবার চা গাছ উপড়ে বিমানবন্দর নির্মাণ নিয়ে ভিন্ন কথা বলেন কী করে, বিস্মিত তিনি৷

Rananuj

তাঁর ব্যক্তিগত অভিমত, বিমানবন্দর খুবই প্রয়োজন৷ শ্রমিকদের কর্মহীন না করার কথা মউয়ে উল্লেখ রয়েছে৷ এ বড় ভালো কথা৷ একে বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে হবে৷ তাই তড়িঘড়ি না করে, একেবারেই বলপ্রয়োগের রাস্তায় না গিয়ে বিষয়টির নিষ্পত্তির পরামর্শ দেন তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker