NE UpdatesHappeningsBreaking News
অখিল গগৈকে দ্বিতীয় দিনেও বিধানসভা থেকে সাসপেন্ড
ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর : আজ বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও রাইজর দলের বিধায়ক অখিল গগৈকে সারা দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে৷ আসাম-মেঘালয় সীমাবিবাদ নিয়ে অখিল গগৈর প্রশ্নের জবাব দিচ্ছিলেন সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বরা৷ তখন অখিল দাঁড়িয়ে মন্ত্রীর বক্তব্য খণ্ডন করছিলেন৷ দুজনের মধ্যে বিতর্ক বাঁধে৷ অখিল আঙুল তুলে মন্ত্রীকে হুঁশিয়ারি দিলে অতুল বরা অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন৷ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি অখিলকে ক্ষমা চাইতে রুলিং জারি করেন৷ কিন্তু অখিল ক্ষমা চাইতে অস্বীকার করলে অধ্যক্ষ তাঁকে অধিবেশন থেকে সাসপেন্ড করেন৷ পরে বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসাম সরকার প্রতিবেশীদের সঙ্গে সীমাবিবাদ মেটাতে দফায় দফায় আলোচনা করছে৷ আসামের ক্ষতি না করে বিবাদগুলি মেটানোর চেষ্টা চলছে৷