India & World UpdatesHappeningsBreaking News
৮ জানুয়ারি পর্যন্ত মামলায় কোনও পদক্ষেপ নয়, সম্ভল হিংসা নিয়ে সুপ্রিম নির্দেশ
লখনউ, ২৯ নভেম্বর : সুপ্রিম কোর্ট সম্ভল হিংসার শুনানিতে মসজিদের সার্ভে রিপোর্ট না খোলার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্টকে বলেছে, ৮ জানুয়ারি পর্যন্ত এই মামলার কোনও অ্যাকশন নেওয়া যাবে না। এর আগে সম্ভল জামে মসজিদের সার্ভে রিপোর্ট চন্দোসি সিভিল কোর্টে শুক্রবার পেশ করা হয়নি। এডভোকেট কমিশনার রমেশ সিংহ রাঘব বলেছেন, ২৪ নভেম্বর সার্ভে করার সময় হিংসা শুরু হয়। এজন্য রিপোর্ট তৈরি করা সম্ভব হয়নি।
জামা মসজিদের উকিল শাকিল আহমেদ বলেছেন, আদালতের কাছে আমরা এই মামলার সঙ্গে যুক্ত যাবতীয় নথি চেয়েছি। কিন্তু আজ সার্ভে রিপোর্ট পেশ করা হয়নি। আদালত এখন আগামী ৮ জানুয়ারি এই মামলার শুনানি গ্রহণ করবে।
সার্ভে রিপোর্ট কতদিন পর্যন্ত পেশ করা হবে, সে নিয়ে আদালত কিছু সময় পর তারিখ দেবে। শুক্রবার সম্ভল হিংসার ষষ্ঠ দিন। জুম্মা বার হওয়ায় পুরো শহরে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। এমনকি স্পর্শকাতর এলাকায় বেরিকেড দেওয়া হয়েছে। কমিশনার আঞ্জনেয় কুমার সিং বলেন, প্রত্যেক শ্রদ্ধালু ব্যক্তি নিজ নিজ মসজিদে নামাজ আদায় করবেন। কেউ যাতে বাইরে থেকে এসে এখানে ঢুকতে না পারেন, সে দিকে কড়া নজর রাখা হয়েছে।
এ দিকে, হিংসার তদন্তের জন্য উত্তর প্রদেশ সরকার গতকালই তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবেন্দ্র কুমার অরোড়ার নেতৃত্বে গঠিত কমিশন আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে সরকারকে রিপোর্ট পেশ করবে।