Barak UpdatesHappenings
৫ মাসের শিশু অপহরণ-খুনে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে পুলিশকে বলল কমিশন
August 13, 2020
১৩ আগস্ট: পাঁচ মাসের শিশু অপহরণ ও খুনের মামলার খোঁজখবর নিতে আসাম স্টেট কমিশন ফর চাইল্ড রাইটস প্রটেকশন (এএসসিপিসিআর)-এর সদস্য অজয়কুমার দত্ত বৃহস্পতিবার শিলচরে এসেছেনl পুলিশ সুপার বনোয়ারিলাল মীনাকে সঙ্গে নিয়ে সোনাইয়ের কাজিডহর এলাকায় যান এবং মৃত শিশুটির শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেনl শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন l
দোষীদের ধরেই যে পুলিশের দায়িত্ব শেষ হতে পারে না, সে জায়গায় বিশেষ গুরুত্ব দেনl বলেন, দোষীদের কঠোর শাস্তি প্রদানের ব্যাপারে উদ্যোগ নিতে হবেl অজয়বাবু ডিআইজি দিলীপ কুমার দের সঙ্গেও এ নিয়ে বিশদ আলোচনা করেনl এ ধরনের বর্বরোচিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে দিকে সতর্ক থাকতে বলেন l
পরে এএসসিপিসিআর সদস্য অতিরিক্ত জেলা উপায়ুক্ত ললিতা রংপিপি, সমাজকল্যাণ বিভাগের আধিকারিক শাশ্বতী সোম এবং প্রটোকল অফিসার তথা সিডিপিও মৃণালকান্তি শইকিয়ার সঙ্গে সার্কিট হাউসে এক বৈঠকে.মিলিত হনl শিশুর অধিকার তথা সুরক্ষা সম্পর্কে আলোকপাত ও পর্যালোচনা করেন তিনিl তিনি শিশুশ্রম রোধ ও তাদের শিক্ষার বিষয়ে আলোচনা করতে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও পুলিশ প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে পরামর্শ প্রদান করেন l