India & World UpdatesHappeningsBreaking News
৫ আগস্ট রামমন্দিরের ভূমিপূজা, করবেন মোদি
২৩ জুলাইঃ আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজা। লালকৃষ্ণ আডবাণীকে ওই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হলেও মূল পূজা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণ জানানো হচ্ছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়নরা যাবেন কি না, সংশয় রয়েছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রীরাই বা কী অবস্থান নেন, সে নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে।
ট্রাস্টের সদস্যরা জানাচ্ছেন, ৫ আগস্ট ঠিক সোয়া ১২টায় ৪০ কেজির রুপোর ইট পুঁতে মোদি ভূমিপুজো করবেন। প্রথমে হনুমানগঢ়ী মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন, পরে অস্থায়ী রামমন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী। তার পরে ভূমিপুজো করবেন। দু’দিন আগে থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে। বারাণসী থেকে পুরোহিতেরাও পৌঁছচ্ছেন। গোটা অনুষ্ঠানের জন্য অযোধ্যায় দু’ঘণ্টা কাটাবেন মোদি।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সদস্য কমলেশ্বর চৌপল জানান, রাম জন্মভূমি আন্দোলনের প্রথম সারির নেতা আডবাণী, মুরলী মনোহর জোশি, উমা ভারতী, বিনয় কাটিহারদের আমন্ত্রণ জানানো হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব দিল্লিতে আডবাণীর বাড়িতে গিয়ে দেখা করেছেন।