NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
৩ মে পর্যন্ত লকডাউন, জানালেন মোদি
১৪ এপ্রিল: আগামী ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জাতির উদ্দেশে ভাষণে মঙ্গলবার সকালে তিনি বলেন, ২০ এপ্রিল পর্যন্ত খুব কঠিন সময়৷ ওই সময়টুকু প্রচণ্ড কড়া হতে হবে৷ কোথায় কতটা মানা হচ্ছে, তা সর্বক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে৷ কোথাও করোনা রোগী ধরা পড়লে ঘর থেকে বেরনো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে৷ তাই খুব সতর্কতার সঙ্গে সবাইকে খেয়াল রাখতে হবে, কোনওভাবেই কোনও নতুন এলাকায় যেন করোনা ভাইরাস একজনকেও সংক্রামিত করতে না পারে৷
তাঁর কথায়, এই এক সপ্তাহ ঠিকঠিক ঘরবন্দি থাকা গেলে ২১ এপ্রিল থেকে কিছু ছাড় মিলতে পারে৷ বিশেষ করে, রবি ফসল কাটার সুবিধা প্রদান করা হবে৷ সরবরাহ লাইন স্বাভাবিক রাখতে হাইওয়ে স্বাভাবিক রাখা হবে৷
On PM Shri @narendramodi ji's call, let us together be more determined to fight #COVID2019.
Follow #Lockdown rules till May 3 without any compromise.
Stay Indoors
Stay Safe#IndiaFightsCorona https://t.co/SsKsPUJk1a— Sarbananda Sonowal (@sarbanandsonwal) April 14, 2020
দিন আনি দিন খাই-দের কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, জানান মোদি৷ তবে সে জন্য এলাকাবাসীকেই দায়িত্ব নিতে হবে৷ ২০ এপ্রিল পর্যন্ত সময়কে অগ্নিপরীক্ষা বলে উল্লেখ করে তিনি জানান, হটস্পট বলে চিহ্নিত নয়, এমন এলাকায়ই ২১ এপ্রিল থেকে ওইসব ছাড় পাবে৷
কী করে নিজেকে এবং নিজের এলাকাকে সুস্থ রাখা যায়, এরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী ৷ সাতটি পালনীয় কর্তব্যের উল্লেখ করে মোদি প্রথমেই প্রবীণদের সাবধানে থাকার কথা বলেন৷ তাঁর পরামর্শ, বৃদ্ধরা যেন কোনওমতেই বাড়ির বাইরে না যান৷ বার্ধক্যজনিত রোগে যারা ভুগেন, তাদের দিকে বিশেষ নজর রাখতে হবে৷ দ্বিতীয়ত, সোস্যাল ডিসটেন্সিং ও লকডাউন মেনে চলতে হবে৷ তৃতীয়ত, রোগ প্রতিরোধে গরম পানীয় নিয়মিত খান৷ চতুর্থত, আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন৷ পঞ্চমত, প্রতিবেশীদের খবর রাখুন, দরিদ্রদের খাওয়ার ব্যবস্থা করুন৷ ষষ্ঠত, কোনও শিল্পপতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সময়ে কারও চাকরি কেড়ে নেবেন না৷ সপ্তমত, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ সমস্ত করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান৷