Barak UpdatesHappeningsBreaking News
৩০ নভেম্বর করিমগঞ্জে শুরু হচ্ছে বইমেলা
২৭ নভেম্বর : করোনা ঝুঁকির মধ্যেই করিমগঞ্জে এ বার অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। আর দুদিন বাদে আগামী ৩০ নভেম্বর বিকেল সাড়ে চারটায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মেলার উদ্বোধন করবেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব। বিশেষ অতিথি হিসেবে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বদরপুরের বিধায়ক আব্দুল আজিজকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছর করোনা পরিস্থিতির জন্য বইমেলার আয়োজন করা হয়নি। এক বছর পর বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মেলার আয়োজন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকা রঞ্জন চক্রবর্তী উপস্থিত থাকবেন। বইমেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী জানান, মেলায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের গুয়াহাটি ও বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে নামি পাবলিশাররা নানা ধরনের বইয়ের সম্ভার নিয়ে হাজির হবেন। মঞ্চে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকে মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। প্রতিদিনই থাকবে একাধিক সাহিত্য আসর। এতে স্থানীয় কবি সাহিত্যিকরা স্বরচিত গল্প ও কবিতা পাঠ করবেন।