Barak UpdatesHappeningsBreaking News
২০ লক্ষ টাকার উৎকোচ ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই হোমগার্ড, এক ভিডিপি
ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি : যতদিন কাজে ডাকা হয় ততদিনের হাজিরা মেলে তাঁদের৷ সব মিলিয়ে মাসে ১০-১২ হাজার টাকা৷ এমন স্বল্প আয়ের দুই হোমগার্ডই ফিরিয়ে দিলেন ২০ লক্ষ টাকা উৎকোচের প্রস্তাব৷ সঙ্গে ছিলেন এক ভিডিপি সম্পাদক৷ ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের ডেকে ধরিয়ে দিলেন ৫০ কোটি টাকার মাদক ট্যাবলেট৷ বুধবার তিনজনকেই পুরস্কৃত করেন পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত৷ প্রত্যেককে দেন ৫০ হাজার টাকা ও একটি করে মানপত্র৷
অসমের করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানান, মিজোরাম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালান মাইজ বাগারগুল এলাকায় টহলরত দুই হোমগার্ড অনুপম মালাকার ও জসীমুদ্দিন এবং ভিডিপি সম্পাদক অমিয় পাল৷ গাড়িতে মেলে ৭ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট ৷ এই ট্যাবলেটের আন্তর্জাতিক বাজারমূল্য ৫০ কোটি টাকা৷ পুলিশ সুপার বরুয়ার দাবি, অসমে একসঙ্গে এত পরিমাণে মাদক ট্যাবলেট আগে আর ধরা পড়েনি৷
কিন্তু সর্বাধিক পরিমাণ ট্যাবলেট বাজেয়াপ্ত করার রেকর্ড এ দিন চাপা পড়ে যায় অনুপম-জসীমের সততার ঘটনায়৷ বরুয়া জানান, “আমরা সত্যিই গর্বিত দুই হোমগার্ডকে নিয়ে৷ ধরা পড়েই চালক হাদিউস জামান বিভিন্ন জায়গায় ফোনটোন করে তাদের জানায়, এখনই ২০ লক্ষ টাকা তাদের হাতে পৌঁছে যাবে৷ শুধু তল্লাশিতে মাদক ট্যাবলেট দেখে ফেলার কথাটা না বললেই হলো৷” এই প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন অনুপম-জসীম-অমিয়৷
এএসপি পার্থপ্রতিম দাস জানান, এনডিপিএস আইনে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছেন তাঁরা৷ এই নেশা সামগ্রীগুলো কোথা থেকে সংগ্রহ করে কোথায় পৌঁছানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের, তা খতিয়ে দেখা হচ্ছে।