Barak UpdatesHappeningsBreaking News

২০১৩ সালেও শিলচর মেডিক্যালে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছিল, জানিয়েছেন উপাধ্যক্ষ

ওয়েটুবরাক, ৩০ মে: ব্ল্যাক ফাঙ্গাস শিলচর মেডিক্যাল কলেজে এই প্রথম ধরা পড়েনি৷  ২০১৩ সালেও একজনের শরীরে এই রোগ দেখা গিয়েছিল৷ এই তথ্য দিয়ে শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, তখনকার ওই রোগী আরও জটিল সমস্যায় ছিলেন৷ একে হাই ডায়াবেটিক, এর ওপর এইচআইভি‌৷ শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসাতেই তিনি ব্ল্যাক ফাঙ্গাস মুক্ত হয়েছিলেন৷

উপাধ্যক্ষ ভরসা দিয়ে বলেন, একজনের ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ল বলেই ভয়ে কুঁকড়ে যাওয়ার মত কিছু ঘটেনি৷ শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় জানান, ব্ল্যাক ফাঙ্গাস না হলেও ফাঙ্গাল ইনফেকশনের ঘটনা তাঁরা প্রায়ই পান৷ ফলে উদ্বেগের কিছু নেই৷ এ মোটেও জীবন কেড়ে নেওয়ার রোগ নয়৷ তবে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়লে বিপদ হতে পারে৷ জেলাশাসক কীর্তি জল্লি তাই লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে বলেন৷

Also Read: শিলচরের প্রাথমিক পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাসই, চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায়, জানালেন অধ্যক্ষ…..Initial test suggests ‘Black Fungus’, awaiting for final reports: Principal SMCH

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker