Barak UpdatesHappeningsBreaking News
১৯ মে পরীক্ষা: প্রতিবাদে বিক্ষোভ এআইডিএসওর
ওয়েটুবরাক, ১৭ এপ্রিল: ১৯ মে তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ধার্য করার বিরুদ্ধে আজ শনিবার এআইডিএসও’র পক্ষ থেকে বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ। হিল্লোল ভট্টাচার্য বলেন, ১৯ মে তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ধার্য করার পেছনে উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির চক্রান্ত কাজ করছে। গত ৬ জানুয়ারি তারিখে ‘সেবা’ ও ‘আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল’-এর পক্ষ থেকে রুটিন প্রকাশিত হওয়ার পর থেকেই বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়েছিল।
‘সেবা’ ও কাউন্সিলের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। গত ৯ এপ্রিল পুনরায় এআইডিএসও’র পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয়, অবিলম্বে তারিখ পরিবর্তনের নির্দেশ জারি করা হোক। কিন্তু সেই স্মারকপত্র প্রদানের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত না নেওয়াতে ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হচ্ছে। গৌরচন্দ্র দাস বলেন, এআইডিএসও’র পক্ষ থেকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছে, এর মধ্যে যদি ‘সেবা’ ও কাউন্সিল তারিখ পরিবর্তনের নির্দেশ জারি না করে তাহলে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে এবং আন্দোলনে সামিল ছাত্র-ছাত্রীরা কোভিড আক্রান্ত হলে প্রশাসন দায়ী থাকবে।
বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন রূপম সাংস্কৃতিক সংস্থার সম্পাদক নিখিল পাল, বিশিষ্ট সমাজকর্মী কমল চক্রবর্তী ও কবি তমোজিৎ সাহা। নিখিল পাল ছাত্র-ছাত্রীদের আগামী ২৬ এপ্রিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহূত বরাক বনধকে সফল করতে আহ্বান জানান। কমল চক্রবর্তী বলেন, শুধু ১৯ মে তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তনের দাবি নয়, আগামীতে ‘সেবা’ সার্কুলার প্রত্যাহার করার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে। তমোজিৎ সাহা উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির চক্রান্তকে পরাস্ত করতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন প্রশান্ত ভট্টাচার্য, তুতন দাস, স্বপন চৌধুরী, ইসলামুল হক লস্কর, সাবির আহমেদ, ডোনা বর্মন, বাবলি দাস, ভৃগু চক্রবর্তী প্রমুখ।