India & World Updates
১৬তম তালিকা প্রকাশ বিজেপির, এ পর্যন্ত প্রার্থী সংখ্যা ৩৬৯
৩ এপ্রিলঃ লোকসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায়। তার মধ্যেই ষোলোতম প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এর আগে ১৫টি তালিকায় ৩৬৩ জনের নাম ঘোষণা করেছিল বিজেপি। বুধবার ১৬তম প্রার্থী তালিকায় আরও ৬ জনের নাম ঘোষণা করল তাঁরা। এই নিয়ে তাদের সর্বমোট প্রার্থী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৯ জন। ৫ জন উত্তর প্রদেশ ও ১ জন মুম্বই নিয়ে মোট ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যদিও ইতিমধ্যেই শিবসেনার সঙ্গে জোটের কথা ঘোষণা করেছে বিজেপি।
উত্তর–পূর্ব মুম্বই কেন্দ্র থেকে কিরীট সমাইয়াকে বাদ দেওয়া হয়েছে এবার। কিরীটের জায়গায় মনোজ কোটাকের নাম ঘোষণা করেছে তাঁরা। আজমগড়ে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের বিপরীতে নাম ঘোষণা করা হয়েছে ভোজপুরী গায়ক দীনেশ লাল যাদবের নাম। উত্তর প্রদেশ থেকে বাকি যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাঁরা হলেন, চন্দ্র সেন জাদুন (ফিরোজাবাদ), প্রেম সিং শাক্য (মাইনপুরি), দীনেশ প্রতাপ সিং (রায় বেরেলি), ভি পি সরোজ (মছলিসহর)।