NE UpdatesAnalyticsBreaking News
১৫ সেপ্টেম্বর থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির লিখিত পরীক্ষা
গুয়াহাটি, ৩০ আগস্ট : রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদের লিখিত পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষার সময়সূচি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষার দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। সে অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।
রাজ্য পর্যায়ের নিয়োগ কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তৃতীয় শ্রেণির এইচএসএলসি পর্যায়ের তৃতীয়পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণির চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
২৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত হবে এইচএসএলসি পর্যায়ের ড্রাইভার পদের তৃতীয় শ্রেণির পঞ্চম পত্রের পরীক্ষা। চতুর্থ শ্রেণির এইচএসএলসি পর্যায়ের আইটিআই পাশদের জন্য প্রথম পত্রের পরীক্ষা ২৭ অক্টোবর সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং অষ্টম শ্রেণি উত্তীর্ণদের দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজ্য সরকারের নিয়োগ কমিশন তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদের জন্য ২০২৩ সালের অক্টোবর মাসে বিজ্ঞাপন প্রকাশ করেছিল। সেই বিজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় শ্রেণির পদের জন্য ১৮ লক্ষ ১৫ হাজার এবং চতুর্থ শ্রেণির পদের জন্য ১৩ লক্ষ ৭০ হাজার আবেদনকারী অনলাইনে আবেদন করেছিলেন।