NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
সমালোচনার মুখে পড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার কোম্পানির
ওয়ে টু বরাক, ২৬ নভেম্বর : রাজ্যে এখনই বিদ্যুৎ মাশুল বাড়ছে না। এ সংক্রান্ত ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় এক বিজ্ঞপ্তি জারি করে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি অর্থাৎ এপিডিসিএল জানিয়েছে, এখনই বিদ্যুতের মাশুল বাড়ানো হচ্ছে না। গতকালই রাজ্য সরকারের অধীনে থাকা এপিডিসিএল গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, প্রতি ইউনিটে বিদ্যুৎ মাশুল ৭৯ পয়সা বাড়ানো হচ্ছে। এপিডিসিএল বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল, আগামী ডিসেম্বর মাস থেকেই গ্রাহকদের এই বর্ধিত বিদ্যুৎ মাশুল জমা দিতে হবে। এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিন মাসের জন্য এই বর্ধিত বিদ্যুৎ বিল বহাল থাকবে।
এপিডিসিএল-এর এই বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হয়েছে। কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যেই কোম্পানি সিদ্ধান্ত বদল করল। উল্লেখ্য, এপিডিসিএল প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল ৩০ পয়সা থেকে একসঙ্গে ৭৯ পয়সা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অর্থাৎ প্রতি ইউনিটে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয় ৪৯ পয়সা।
কোম্পানি বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, ইন্ধন ও শক্তি ক্রয়ের খরচ বহন করার জন্য এই মাশুল বাড়ানো হচ্ছে। এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রায় ৪০-৫০ শতাংশ বিল বেশি আসতে থাকায় গ্রাহকদের পক্ষ থেকে কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছিল।