India & World UpdatesHappeningsBreaking News
১০০ দিনের কাজের প্রকল্পকে ১৫০ দিনের করতে পরামর্শ সংসদীয় কমিটির
ওয়েটুবরাক, ৯ ফেব্রুয়ারি : একশো দিনের কাজের প্রকল্পকে দেড়শো দিন করার সুপারিশ করল গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। তাদের বক্তব্য, কাজের চাহিদা যে ভাবে বাড়ছে, তাতে এই প্রকল্পে বছরে একশো দিনের কাজের বদলে দেড়শো দিনের কাজের গ্যারান্টি দেওয়া হোক। মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হোক মজুরি। কোভিডের সময়ে উদ্ভুত পরিস্থিতিতে কাজের চাহিদার কথা মাথায় রেখে বছরের গোড়াতেই যথেষ্ট অর্থ বরাদ্দ করা হোক।