Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি হাসপাতালে খাদ্যসঙ্কটে করোনা রোগীরা, পাশে দাঁড়াল এইচএফজিএস
ওয়েটুবরাক, ১৪ মে: হাইলাকান্দি সিভিল হাসপাতালেও কোভিড রোগে আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ড রয়েছে। সেখানে যথারীতি চিকিৎসা চলছে৷ কিন্তু রোগীর খাওয়া-দাওয়ার ব্যাপারে কারও কোনও নজর নেই৷ এমন খাবার দেওয়া হচ্ছে যে রোগীরা মুখে তুলতে পারছেন না৷ এমনকী বাসি-পচা খাবারও চালিয়ে দেওয়া হচ্ছে করোনা ওয়ার্ডে৷
গত বৃহস্পতিবার রাতের ঘটনার উল্লেখ করে হোপ ফর জেমস সোসাইটি নামে এক এনজিও জানায়, রাত সাড়ে এগারোটা নাগাদ কোভিড রোগীদের দু-তিনজন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন৷ জানালেন, তাঁদের যে খাবার দেওয়া হয়েছে, পুরো নষ্ট৷ তাই তাঁদের রাতে উপোষ করতে হচ্ছে৷ তাঁরা এনজিওটির কাছে সাহায্য চান৷ কিন্তু রাতে কার্ফু চলার দরুন তাঁরা কোনও কিছু জোগাড় করতে পারেননি৷ তবে সকাল নয়টা নাগাদ তাঁদের খাবার পৌঁছে দেওয়া হয়। এনজিওটির সদস্য রূপম মালাকার ও রাতুল চক্রবর্তী তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন।
হোপ ফর জেমস সোসাইটি সে ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে৷ হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীদের দিকে একটু লক্ষ্য রাখার অনুরোধ জানান তাঁরা৷