Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি জেলা জুড়ে রবিবার পালস পোলিও
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায়ও আগামী রবিবার শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদেরকে দুই ফোঁটা পালস পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হবে। জেলার ১ লক্ষ ১ হাজার ৪৭১টি শিশুকে রবিবার দুই ফোঁটা ড্রপ খাওয়াতে জেলা জুড়ে ৫৬১টি সাধারণ বুথ খোলা হবে। জেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং অঙ্গনাদি কেন্দ্রগুলিতে ওই দিন বুথগুলি চালু থাকবে। এছাড়া জেলায় ট্রানজিট টিম এবং মোবাইল টিম হিসাবে আরও ১৭টি ভ্রাম্যমান স্বাস্থ্যকর্মীর দল প্রতিষেধক খাওয়াবে। সব মিলিয়ে, রবিবার ৫৯৫টি বুথ জেলা জুড়ে কার্যকর থাকবে। জেলায় এই প্রতিষেধক খাওয়াতে ২৩৪৭ জন স্বাস্থ্যকর্মী কাজ করবেন। জেলায় জাতীয় পর্যায়ের এই কর্মসূচি সফল করে তুলতে ১১৯ জন সুপারভাইজার এবং ১৮ জন সেক্টর পর্যায়ের সুপারভাইজার তদারকি করবেন। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জনসাধারণকে শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদেরকে নিকটবর্তী বুথে রবিবার দুই ফোঁটা পালস পোলিও প্রতিষেধক খাওয়ানোর জন্য আবেদন জানানো হয়েছে।