NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটির চিকিতসকের দেহে করোনা সংক্রমণ
Doctor infected with coronavirus in Guwahati

৯ জুন : রাজ্যে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে করোনা। এ বার গুয়াহাটির আর্য হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিতসক ডাঃ বুলেন ফুকনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বৰ্তমানে তাঁকে গুয়াহাটির মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েকদিন থেকে সামান্য জ্বরে ভুগছিলেন ডাঃ. ফুকন। তাই সন্দেহের বশে তাঁর সোয়াব সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার পর দেখা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে, জানান হাসপাতালের সুপারিনটেডেন্ট ডাঃ অভিজিত শৰ্মা। তিনি জানান, সম্প্রতি আমিরলাল যাদব নামের করোনা আক্ৰান্ত জনৈক রোগীর সংস্পৰ্শে এসেছিলেন বলে সন্দেহ করছেন তাঁরা।
ডাঃ.অভিজিত শর্মা আরও জানান, ডাঃ বুলেন ফুকন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সোয়াব টেস্ট করেছিলেন। কিন্তু সে সময় তিনি পিপিই কিট পরেননি। তবে বৰ্তমানে ফুকনের শারীরিক অবস্থা সুস্থ এবং তাঁর জ্বরের কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন ডাঃ শৰ্মাই। এদিকে চিকিত্সক বুলেন ফুকনের পত্নীও জ্বর এবং মাথাব্যথায় আক্ৰান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁরও সোয়াব সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ডাঃ ফুকনের বাসস্থান খ্ৰিস্টানবস্তিতে থাকা অমরাবতী প্যালেস অ্যাপাৰ্টমেন্টকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে কামরূপ মহানগর জেলা প্ৰশাসন।