NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে বর্ডার ফেস্টিভ্যাল ৬-৭ ফেব্রুয়ারি, প্রস্তুতি সভা
ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি : আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি মিজোরাম সীমান্তবর্তী হাইলাকান্দি জেলার মণিপুরের মিনি স্টেডিয়ামে সীমান্ত উৎসব ( বর্ডার ফেস্টিভ্যাল) অনুষ্ঠিত হবে৷ এর প্রস্তুতি খতিয়ে দেখতে হাইলাকান্দিতে বুধবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ডিডিসি এলডার ফারহিনের পৌরোহিত্যে সভায় জানানো হয়, উভয় রাজ্যের সীমান্তের অধিবাসীদের পাশাপাশি সীমান্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়ারা এই উৎসবে যোগ দেবে। এ জন্য সীমান্ত এলাকায় প্রচার অভিযানও চালানো হবে। রাজ্য সরকারের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা, সরকারি প্রকল্পের প্রদর্শনী, ঋণমেলা এবং সরকারি উদ্যোগে তৈরি বিভিন্ন পণ্যের বিক্রয়ের স্টল থাকবে । আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় মণিপুর মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে অংশ নেওয়া সরকারি বিভাগগুলির মধ্যে রয়েছে আসাম রাজ্য জীবিকা মিশন, কৃষি বিভাগ, জাতীয় শহর জীবিকা মিশন, সেরিকালচার, হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল, ভেটেরিনারি, জনস্বাস্থ্য ও কারিগরি, লিড ডিস্ট্রিক্ট ব্যাংক, জেলা শিল্প বাণিজ্য ও কেন্দ্র এবং শিক্ষা বিভাগ। এছাড়া রাজ্য সরকারের বর্ডার প্রটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের এক প্রতিনিধি দলও এই উৎসবে সামিল হবে। এতে মিজোরামের কলাশিব ও মামিত জেলার জেলাশাসকগণ ৭ ফেব্রুয়ারি অংশগ্রহণ করবেন। থাকবে সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রদর্শনী ফুটবল ম্যাচ। ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই বর্ডার ফেস্টিভেল শেষ হবে। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের তিনটি স্থানে এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে। বাকি দুটি স্থান হল কাজিরাঙ্গা এবং তেজপুর।