Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে এআইডিএসও-র মিছিল আটকে দিল পুলিশ, হলো ছাত্র সমাবেশ
৩০ ডিসেম্বর: এআইডিএসও’র ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার হাইলাকান্দিতে সংগঠনের জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কার্যসূচি পালন করা হয়। পূর্ব ঘোষিত কার্যসূচি অনুযায়ী সকাল ১১ টায় স্থানীয় সিরাজপট্টি রেলগেট থেকে মিছিল আরম্ভ হয়৷ কিন্তু পুলিশবাহিনী মিছিলের পথ আটকে দেয়। শান্তিপূর্ণ মিছিলের বাধা দেওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রীরা সেখানেই প্রতিবাদ সাব্যস্ত করে এবং পথসভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া ডিএসও’র সর্বভারতীয় কাউন্সিল সদস্য সঞ্চিতা শুক্ল। দুপুর ১২ টায় স্থানীয় তোর্সা ভবনে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের হাইলাকান্দি জেলা আহ্বায়ক কাঞ্চনী সরকার তাতে পৌরোহিত্য করেন৷ সভার সূচনা হয় দিল্লির আন্দোলনরত শহীদ কৃষকদের স্মৃতিতে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে। সভায় দিল্লিতে আন্দোলনরত কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হাইলাকান্দিতে অন্যায় ও অগণতান্ত্রিক ভাবে মিছিল করার গণতান্ত্রিক অধিকার খর্ব করার প্রতিবাদে দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন এসইউসিআই হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক প্রভাসচন্দ্র সরকার এবং অল ইন্ডিয়া ডিএসও-র সর্বভারতীয় কমিটির অন্যতম সদস্য হিল্লোল ভট্টাচার্য।
বক্তারা তাদের বক্তব্যে নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাকে সম্পূর্ণরূপে বাণিজ্যিকীকরণ ও দেশি-বিদেশি পুঁজিপতিদের স্বার্থে রচিত বলে ব্যাখ্যা করেন এবং এর বিরুদ্ধে উন্নত নীতি-নৈতিকতার ভিত্তিতে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।