Barak UpdatesHappeningsBreaking News
হরিনগর স্বাস্থ্যখণ্ডে আশা সম্মেলন অনুষ্ঠিত
ওয়েটুবরাক, ৩১ মার্চ: সারা বছর ঝড়, বৃষ্টি উপেক্ষা করে এ ঘর থেকে ও ঘর, এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে সময় কাটে আশাকর্মীদের । মানুষের সেবায় তাঁদের দৌড়ঝাঁপ। এরমধ্যে একদিন ফুরসত মিলে, সবাই মিলে নাচ গানে জম্পেশ উপভোগ করার। কেবল উপভোগ নয়, এদিনে প্রয়াত সহকর্মীদের স্মরণ করা হয়, কাজে উৎসাহ দিতে পারদর্শীদের সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়। পয়লাপুলের কম্যুনিটি হলে শুক্রবার এধরণের এক সম্মেলনের আয়োজন করে হরিনগর স্বাস্থ্যখণ্ড। সম্মেলন শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। প্রজ্জলন করেন স্বাস্থ্য খণ্ড আধিকারিক ডাঃ দিব্যজ্যোতি নাথ, বিশেষ অতিথি সাংবাদিক ঘুর্ণী সিং, বিপিএম আব্দুল মুনিম লস্কর ও কিলকারির ডিপিএম হেমা ভৌমিক।
পরে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ দিব্যজ্যোতি নাথ বলেন, আশাকর্মীদের জন্যই গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবায় উন্নতি ঘটেছে। শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার অভাবনীয় হারে কমেছে। এজন্য আশাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এও উল্লেখ করেন, একেকটি গ্রামে একেকজন আশা যেন গ্রামের খেটে খাওয়া মানুষদের কাছে ‘আশার প্রদীপ’, বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছেন তাঁরা। নিরলস স্বাস্থ্যসেবার জন্যই তারা প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ঘুর্ণি সিং সহ উপস্থিত অতিথিরা। সম্মেলনে যোগ দেন জেলা এন এইচ এমের ডিসিএম উজ্জ্বল দাস ও সংযোজক ইকবাল বাহার লস্কর। এদিন অনুষ্ঠানের শুরুতে হরিনগর স্বাস্থ্যখণ্ড প্রয়াত স্বাস্থ্যকর্মী রত্না রায়, নন্দিতা চক্রবর্তী, কোন্দাই বিবি ও অশোকা মালির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সব শেষে সেরা তিন আশা কর্মীকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সম্মাননা জানানো হয় তিন বয়োজ্যেষ্ঠ আশাকর্মী ও আশা সুপারভাইজারকে। দিনভর অনুষ্ঠানে নাচ, গান, ধামাইল পরিবেশন করেন আশাকর্মী সুপার ভাইজাররা। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রের হেলথ এডুকেটর বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্জীব দাস। তার সঙ্গে আরেক অতিথি শিল্পী অনিন্দিতা চক্রবর্তীও গান পরিবেশন করেন ।