NE UpdatesHappeningsBreaking News
স্বশাসিত রাজ্য চেয়ে ডিমাসা-কার্বি সংগঠনের দিল্লিতে ধরনা
ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিথ সেংইয়ং বলেন, ছত্রিশ বছর ধরে তারা এই দাবিতে আন্দোলন করছেন। কিন্তু কোনও সরকারের হেলদোল নেই। গত লোকসভার সদস্য বীরেন সিং ইংতি এ ব্যাপারে একটি বেসরকারি বিল উত্থাপন করেও সরকারের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, লোকসভায় সরকারি বিল এনে তাদের দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। প্রমিথের কথায়, তাঁরা মোটেও অসম থেকে বেরিয়ে যেতে চাইছেন না। সংবিধানের 244(ক) ধারা অনুসারে অসমের মধ্যে থেকেই তাঁরা স্বশাসিত রাজ্যের মর্যাদা পেতে চাইছেন। তাতে সব দিক থেকে অনুন্নত পার্বত্য জেলা সমূহ নিজেরাই নিজেদের পরিকল্পনা রচনা করতে সক্ষম হবে। সেই মতো উন্নয়ন হবে। নিজেদের সংস্কৃতি-পরম্পরাও সুরক্ষিত হবে তাতে।
নব্বইয়ের দশকে এই দাবিকে সামনে রেখেই গঠন করা হয়েছিল অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি) নামে পৃথক রাজনৈতিক দল। ওই ব্যানারে সাংসদ-বিধায়ক নির্বাচিত হলেও মূল দাবিটি আদায় করা যায়নি। শুক্রবার দিল্লির ধরনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন অসমের স্বশাসিত জেলা আসনের সাংসদ হরেন সিং বে। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।