Barak UpdatesBreaking News

ঋণ দেওয়ার নাম করে ৬০জনকে প্রতারণা, ২ মহিলা ধৃত
Around 60 persons duped in the name of giving loan, 2 chit fund accomplices arrested

১১ অক্টোবরঃ ঋণ দেওয়ার নাম করে প্রতারণার জাল বুনে ধরা পড়ল দুই মহিলা। ৬০ জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল ১২০০ টাকা করে। লোভ দেখানো হয়েছিল, ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। কিন্তু কিছুদিন ধরে ঋণের কথা উঠলেই নানাভাবে তা কাটিয়ে যাচ্ছিল শিলচর পাবলিক স্কুল রোডের রামকৃষ্ণ রায়ের বাড়ির ভাড়াটে হেনা সেন। শেষে বৃহস্পতিবার দল বেঁধে মহিলারা যান তার বাড়িতে।

Rananuj

ঋণ চাই না, শুক্রবার সকালে ১২০০ টাকা করে ফিরিয়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসে। শুক্রবার দুপুরে তারা যথারীতি হেনার ভাড়াঘরে গিয়ে চড়াও হন সবাই। হেনা খবর দেয় বিনীতা নামে আরেক মহিলাকে। ওই মহিলা এনএফটি নামে আর্থিক সংস্থার বড়কর্তা পরিচয় দিয়ে সবাইকে ঋণ পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু কেউ কোনও কথা শুনতে চাননি।

খবর দেওয়া হয় পুলিশে।দুজনকেই গ্রেফতার করে গাড়িতে তোলা যাচ্ছিল। বিনীতা আচমকা দৌড়ে পালানোর চেষ্টা করে। সবাই মিলে ধরে তাকে ফের পুলিশের হাতে তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker